কে সে দুঃসহ, ক্রুদ্ধ ঘাতক?
আজি এ বর্ষ-মূখর অন্ধকারে,
শুনি রে সেই কণ্টকেরই আহবান!
গান সে গাহে তবু এ গান না
যুগান্তরের ঘূর্ণিপাকে ওই বিগতার কান্না।

আজি অম্বরে তব মন্দ্রিত
তোমারি দামামা হে দীপ্ত রাত্রি,
হেরো নিরাশ্রয় অন্ধকারে;
এই ধূসর জীবনের নির্মল সন্ধ্যার থেকে
উলঙ্গ রাত্রির দিকে হেটে-
চলে গেছে যারা আলো ও আঁধারের সঙ্গম-তীর্থ-তীরে,
তারা কি আসিবে না আর ফিরে
এই আলো-আধারের দেশে?

বড় মনে পড়ে আহা-
নবনীতা, নিরুপমা, নীলাম্বরী আর ওই বর্ষীয়সী বিগতার কথা;
এসব কি শুধুই দু-ফোটা চোখের জল ও হৃদয়ের গভীর বেগের ধ্রুবক?

হায় জীবন, এসেছে নিষ্ঠুর-
মৃত্যু তোরণদ্বারে আমরা ক্লান্ত যাত্রী।