মাঝেমাঝে জ্বরের অযুহাতে অফিস কামাই করে
তোমাকে জড়িয়ে ধরে একদুপুর ঘুমোতে চাই।
মাঝেমাঝে শার্টের বোতাম ছিঁড়ে ফেলে
ইচ্ছে করে বাহান্ন ফুট দূরত্বের রসুইখানা থেকে তোমাকে ডেকে আনি;
সুই-সুতোর বাহানায় সাংসারিক কর্ম পাখার মতো ব্যস্ততা ঠেলে
ছুটে এসো তুমি আমার নিকট অথবা অপেক্ষায় দাঁড়িয়ে থেকো অদূরেই;
তারপর চোখের নিকটবর্তী হয়ে "কি হয়েছে?" বলে
অচিরেই ঝরায়ো একটি কথার প্রপাত;
আমার "নিরুত্তর নত মুখ" চিন্তিত ছলনায় ভালোবাসি তোমার স্বতঃস্ফূর্ত কর্ণপাত
অথবা শার্টের দু-পাট একত্রবদ্ধ করার একান্ত অভিযানে রত
আমার উন্মুক্ত বুকের উপর তোমার নগ্ন নির্জন হাত!
মাঝেমাঝে প্রচন্ড মাথাব্যথায় ঘুম না আসার বাহানায়
তোমার সঙ্গে মেতে রবো রাতভর মূর্খ তামাশায়।