হয়তো কোনদিন কেউ দেখেনি তারে
আমার মতন করে চিনে নাই কেউ;
নিঃসার সিন্ধু ছলনার পারে-
জোয়ারের মতো তার আসা-যাওয়া,
কখনোবা ইচ্ছার বেগে জীবনের দিকে আসিত ছুটি;
পৃথিবীর অনেক মানুষ-মানষীর ভিড়ে
সে এক নারী,
আকাঙ্ক্ষার ভূত ল'য়ে করিত খেলা!
তব কি সঙ্কট, আশঙ্কার ইঙ্গিতে- বিচ্ছেদের পড়েছে আহ্বান;
জানিনি আহা এইভাবে মৃত্যুরেও ডাকিবে সে আকাঙ্ক্ষার অস্থিরতা ল'য়ে,
আজ হয়তো ঘুমায়ে গিয়েছে ক্লান্ত চিতার মতন
বুকে ল'য়ে -কবরের ক্ষুধা।।