জীবনের মর্মে ক্লান্তি আসে,

শান্তির অন্তিম শর্তে- ঝরে যায় উদ্যমের সবকটি পাতা;

বিনাশী খরায়, নষ্ট ক্ষেতের ফসলের মতো পেকে ওঠে

আমাদের জীবন !


পাখির মায়ের মতো বঞ্চিত প্রাণে তার---

হারানো শিশুর ব্যাথা ল'য়ে সন্ধ্যার নির্জন মাঠে,

ডানা মেলাবার গভীর আহ্লাদে

শুকনো মরা ডালে নিরর্থ শুধু ডেকে যায় !


তাহাদের আকাঙ্ক্ষার ক্ষত গুলো ভরে উঠার আগেই

একদিন হঠাৎ শিকারীর গুলির আঘাতে ঝরে যায়,

ঝরে যায় যেমন জীবন মানুষের- ছায়াময় পৃথিবীর

প'রে-, আমাদের অবসর খুব বেশি নয়।।