যে আমাদেরকে ভালোবাসে আমরা তার জন্য কাদি না, যে আমাদেরকে ভালোবাসে না তার জন্য কাদি- পাগলের মতো কাদি।
যার নাম আমরা প্রার্থনার ভাষার মতো বারবার জপি,
সে আমাদেরকে একমুহূর্তের জন্যও মনে করে না।
যে আমাদেরকে প্রতিনিয়ত দূরে ঠেলে দেয়,
তাকেই আমরা নিরর্থক বিধাতার মতো কাছে ডাকি!
যে আমাদের ভালোবাসার দুইপয়সার মূল্য দেয় না,
সে-ই আমাদের কাছে অমূল্য রত্নের মতো কিছু।
যাকে আমাদের চোখের জল স্পর্শ করে না,
তার জন্যই আমরা কাদি;
যে আমাদেরকে ভালোবাসে আমরা তার জন্য কাদি না।
যে আমাদের রক্তের সম্পর্ক ছিন্ন করে চলে যাওয়ার আগে একবারও ভাবে না- ফিরেও তাকায় না, আমরা তার জন্যই বেহুদা পথ চেয়ে থাকি!
যে আমাদেরকে দিনের পর দিন অবহেলে যায়,
তার জন্যই আমরা নিরন্তর- হৃদয়ে প্রেম জন্ম দেয়।
যে অকৃতজ্ঞ কখনই আমাদের সামান্যতম অভাব বোধ করে না, অথচ আমাদের শিরা-উপশিরা জুড়ে- দুরন্ত শোণিতে সে-ই যেন ঢেউ খেলে, সে-ই যেন কথা বলে আমাদের চোখে।
যে একমুহূর্তের তরে একরত্তিও কম্পিত নয় আমাদের নিষ্পাপ হৃদয়ের শোকে,
তার জন্যই আমরা কাদি- সকল সময় তারই যেন বেদনা বাজে আমাদের বুকে।
যে আমাদেরকে ভালোবাসে আমরা তার জন্য কাদি না, যে আমাদেরকে ভালোবাসে না আমরা তার জন্যই কাদি।।