হাজার বছর ধরে, আমার বুকের প'রে,-
নিশাচর পাখিনীর মতো তার আসা-যাওয়া;
কল্লোলের মতন আমারে যে ভাঙিয়াছে, ভাসায়েছে-
অন্ধকার পারাবারে ক্লান্ত নাবিকের পথে---
হয়তোবা তেইশ বসন্ত কেটে গেছে-
পৃথিবীর ব্যপ্ত নিয়মের মতো,
সময়ের চাকা তব ঘুরিয়াছে মোর জীবনেরও ঊর্ধ্ব-বেগে,--
এরি মাঝে সহস্র হেমন্ত আসিয়া গেছে-
কত সবুজ ফসল ফলিয়াছে ক্ষেতে ক্ষেতে,
তব হায় শস্যের কামনা বুঝি আজিও রয়ে গেছে
শিশিরের হিম বাহুটিতে" !