বিশ্ব যখন নিদ্রানীরব

তোমার পানে চাই যে নয়ন,

দেখা তব পাইনি আজও

যেথায় তুমি নিত্য জাগো,

সেই বুঝি মোর ধুলির শয়ন

হাস্যমুখে করব বরণ।

তোমার পাশে হয় যদি থান

আপনজনায় করিয়া ম্লান,

সেই হবে মোর চরম আশ্রয়

যেথায় তোমার নিবিড় ছায়া,

ঢাকবে আমার নিথর কায়া!