আজ এসেছি ধরা দিতে

তোমার প্রসন্ন হাতে।

ধরো ধরো হাত খানি মোর ধরো

হে অসীম, হে মহা গুরু,

তোমার করুণামৃত যেন সদাই ভাগ্যে জোটে।

যাক যাক ধরিত্রীর বুকে যতো

কান্না, হাসি, মায়ার বন্ধন নিমেষে সব যাক না টুটে,

তোমা পানে শুধু কান পেতে শুনি অবিরত

শুনিতে না পাই তবু যতো অমিয় বাণী,

ততো ছন্দে সাজাও

সাজাও হে আমার গানের রাগিণী।

আজ এসেছি ধরা দিতে

তোমার প্রসন্ন হাতে।

কেবলি তোমার একনিষ্ঠ অনুরাগে

হৃদয় যেন রই গো সদা জেগে।।