হায় জীবন, মানুষের করুণার ধন-
ঐ ভিখারির শিশুটিরে অকালে বুঝি ডাকিয়াছে মরণ?
শুনেছি আগত শীতের কঠিন হিমেল হাত
তাহার নগ্ন নরম বুকে করিয়াছে অমনি আঘাত!

আহা কি হিমযুগ আজ ভিখারির ঘরে এসেছে কি ভয়াবহ শীত!
সন্ধ্যা গড়ায় শীত ঢের বেড়ে যায়- ঠাণ্ডায় জমে উঠে দেহ;
হয়তো শিশুটি নিথর শুয়ে আছে,
মৃত্যু শিয়রে তাহার ভীষণ ঝটিকা তুলে নাচে!

অথবা এইক্ষণে আর নাই কিছু, কবেই বক্ষ ভাঙ্গিয়া পাষাণ
বেপরোয়া দস্যুর মতো লুটে নিছে কচি ওই প্রাণ! এইক্ষণে আর নাই কিছু, খাটিয়ার প'রে-
ছিন্ন দেহ খানি পড়ে আছে শুধু,
ভিখারি বঁধূটি তার মৃতপর শিশুটির পাশে বসে কাঁদে
সে কি কান্না আহা ত্রিভুবনে আর কে কাঁদে?
তোমার হৃদয়? সে কি মায়ের মমতা জানে?