ছুঁয়ে ছিলাম তার চোখ
বিশেষ কিছু হয়নি তখনো

বৃষ্টি শুরু হয়নি
ঠোঁট তার নড়েনি
একটুও সরেনি।

ছুঁয়ে ছিলাম তার হাত
বিশেষ কিছু হয়নি তার

ফুলগুলো ফোটেনি
চোখ পলক ফেলেনি
মন কিছু বলেনি।

ছুঁয়ে ছিলাম তার স্বপ্ন
বিশেষ কিছু দেখিনি

সবগুলি সাদা পাতা
কোন ছবি নেই আঁকা
আর কিছু হয়নি দেখা।

কিন্তূ

ছুয়ে দেখলাম তার মন
বুঝিনি কেন ?

দেখি যেন আয়না
সে,আর কিছু চায়না
শুধু আমি আমি এবং আমি,

তার স্পর্শে
আর কিছু খুঁজে পাইনি।