তুমি সকাল-তুমি সন্ধ্যা-তুমি আলো
তুমি চাইলেই বাসতে পারি ভালো
তুমি চাঁদ-তুমি সূর্য -তুমি মেঘ
তুমি তো জানোই_তোমাকে ঘিরেই যত আবেগ
তুমি নিয়তি-তুমি অনুভুতি-তুমি বিশ্বাস
তুমি স্বপ্ন দেখিয়ে উজ্জীবিত করেছ নিশ্বাস
তুমি রাত্রী-তুমি অন্ধকার-তুমি সন্ধ্যা-তারা
তুমি যদি না চাও আমাদের মাঝে বিচ্ছেদ হানিবে কারা
তুমি মহাকাশ-তুমি উল্কাপিণ্ড-তুমি ভূমি
তুমি প্রিয় নজরুলের ছন্দে বিশধর কালফনী
তুমি আমার একাকিত্বের মাঝে অশেষ আশা
তুমি সেই অনিশ্চিত না পাওয়া ভালোবাসা
তুমি দুঃখের মাঝে চিরস্থায়ী শান্তিময় হাসিমুখ
তুমি কল্পনায়ও আছো বলে অনুভবে পাই সুখ
তুমি মেঘলা আকাশে জ্বলজ্বল রুদ্রের ছোয়া
তুমি থাকিলে থাকবে না তো কোনো আর পাওয়া
তুমি রূপবতী-তুমি মায়াবতী-তুমি কেশবতী
তুমি থাকবে সর্বদা যেটাই হোক পরিস্থিতি
তুমি ভোরের শিশির ভেজা শীতল ঘাস
তুমি পাশে থাকিলে সুখ হবে না তো গ্রাস
তুমি রাতের আকাশে থমকে দাঁড়ানো চাঁদ
তুমি ক্লান্ত শরীর উজ্জীবিত করানো স্বাধ
তুমি আমার অলস মেঘলা মন-আবশা ঘরের কোণ
তুমি আসবে আসবে বলে দাঁড়িয়ে আছি সেই থেকেও এখন
তুমি শুধু তুমি