আমার অপেক্ষা শুরু হয়েছিল কোনো এক রাত-বিরাতে
সে কি আর আসবে না কোনো দিন কোনো কালে
কত যুগ হলো দেখিনা যে তার তপ্ত আহাজারি
নিশ্বাসে আমার কষ্টের রেখায় তোমার স্মৃতি
কেউ দেখেছ কি তারে,
চাতনার ঝোলা কাধে হতভাগী আসে না যে
আর নদীর পাড়ে
স্মৃতির বোঝা নিয়ে বসে আছি তোমার অপেক্ষায় পড়ন্ত বিকেলে
সময়ের সাথে সাথে অপেক্ষা তার স্বাদ-গন্ধ
রুপ পাল্টালেও আমার ভিতরটা এখনও পাল্টায় নি
আমি জানি,
এই যেমন আজও অপেক্ষায় ছিলাম
অপেক্ষায় থাকতে হবে অজানা সহ যাত্রীর মহা-প্রণয়ের,অথবা _
অপেক্ষায় থাকতে হবে আরও কয়েক সেকেন্ড
মিনিট,ঘন্টা দিনের পর দিন
অপেক্ষা যে কেউ করতে পারে না, তাই তো_
কবি বলেছেন -অপেক্ষার আরেক নাম প্রেম-ভালোবাসা