ভালোবেসেই নাম দিয়েছিলাম তণা-
মন না দিলে,
ছোবল দিও তুলে বিষের ফণা
রাগ অনুরাগে করে নাম দিয়েছিলাম রাগিনী,
অবশেষে ছেড়ে যাবে আগে তো ভাবিনি
প্রথম প্রয়াশে নির্জনে দিয়েছিলাম গোলাপ;
তবে কি এটাই আমাদের শেষ আলাপ!
প্রতিটি মূহুর্তে করেছিলে তুমি ছলনা
তাহলে আমার কি ভালোবাসায় ছিল ব্যর্থতা?
দেখিবার স্বাদ জাগলে দাও নি তুমি দেখা,
আসলেই কি ভালোবেসে ছিলাম আমি একা?
মন-প্রাণ উজার করে ভালোবেসে হয়েছি শূন্য
কি এমন ভুল করেছিলাম তাই করো নি-
কখনো গূণ্য;
বুঝবে সেদিন যবে একাকিত্ব হয়ে খুঁজবে,
হাজারও চেষ্টায় আমার খবর
তোমার কাছে নাহি আর পৌছবে!