চারেদিকে শুধু হাহাকার-চিৎকার,
জনমানবপূর্ণ শহরে অবহেলা আর ধিক্কার:
কেউ ছুটেছে ক্ষমতার অপব্যবহারে-
কেউ বা ছুটেছে মাতৃভূমি রক্ষার্থে;
বাকি সব কিছু যেন রাজনৈতিক লেখকদের লেখা নাটক!
আজ ফিরিয়ে আনতে স্বাধীনতা আবারও করছে যুদ্ধ-
কোথাও শান্তি নেই-কোথাও নেই প্রশান্তির ছোয়া চারেপাশে পথ রুদ্ধ!
প্রতিটি শহরে-প্রতিটি রাস্তায়-প্রতিটি গলিতে
শুধু প্রতিবাদের শ্লোগান-
দাবিয়ে রাখতে হায়নাদের আঁচড় দেখিয়ে রুখতে চায় জয়গান:
কেউ শৃংখলা বজায় করতে হায়নাদের আঁচড়ে সাদরে বরন করেছে মরণ-
আবারও কেউ প্রাসাদে বসে পোষা প্রাণীদের দিয়ে নীরহদের করছে দমণ;
জনতা আজ সত্য বলতে ভয়ে মিথ্যেকে বলে সত্য-
মিথ্যেকে প্রশ্রয় দিয়ে-তাই তো তাড়া কাজেই অভিশপ্ত :
সত্যি তো সত্যিই_সত্যকে ঢেকে রাখা নয় তো
কোনো সাধুদের ভক্তি!
ঢেকে রাখা সত্য যখন  মুখোশ থেকে মুক্তি
পায়;
সেই মিথ্যাচারকারীদের অতলে ভাষিয়ে নিয়ে যায়!
আমি নয় তো কোনো দলীয়-নয়তো কোনো নেতা,
যা দেখছি তাই বলছি-তাই লিখতেছি কবিতায় একা।