তোমার বদনে লতিয়ে ওঠা নীল শাড়ী
ঠিক যেন উপন্যাসের হিমু-র প্রিয় রুপা
কপালে তোমার লাল টুকটুকে টিপ-
মনে হয় যেন সকালের উঠা লাল সূর্য!
তোমার কমল ঠোঁটে আলতো অমৃতের ছোয়া,
তোমাকে ছেড়ে আর কি আমি
কোথাও দুরে জেতে পারি?
তুমি আমার সেই উজ্জীবিত স্বাধীন পতাকা,
তুমি আমার সেই কৃষির গৌরবময় বদ্বীপ!
আমার সেই তুমি চিত্রকলার তুলি,
করতালের স্বপ্ন-আমন ধানের গন্ধ তুমি!
আমার লেখা ছন্দ তুমি-তুমি শব্দভূমি,
প্রতিটি সন্তানের মুখের অমূল্য প্রথম বুলি!
হে আমার বিষন্নতার ছোয়া-তুমি যে সব-
বিলাশী তুমি-স্বপ্ন তুমি-তুমি অন্ধকারের অনুভব!