কেশবতী কন্যা
আমি যদি কবি হতাম,
প্রতিটি কবিতা তোমারে নিয়েই লিখতাম
কবিতার পঙক্তি লাইনে তোমার ঐ
রুপ গুন সৌন্দর্য্য আবদ্ধ করতাম
ঐ দীর্ঘকালো কেশে আলতো ছোয়া দিতাম
প্রতিটি স্পর্শে কল্পনায় অনুভব করতাম
আমি যদি শিল্পি হতাম,
মনির খানের মতো গানের প্রতিটি লাইনে
অন্জনা নাম ছেড়ে কেশবতী কন্যা দিতাম
আমি যদি লেখক হতাম,
প্রতিটি শব্দে প্রতিটি অক্ষরে মন-প্রান দিয়ে তোমার ঐ দীর্ঘ কালো কেশের সৌন্দর্য্য প্রকাশিত করতাম
আমি যদি অভিনেতা হতাম,
আমার সত্য কথাগুলো অভিনয় তুলে ধরতাম
তোমার ঐ মিষ্টি মুখে হাসির কারণ হতাম
আমি যদি তোমার ঐ দীর্ঘকালো কেশ হতাম,
তাহলে সুবাস দিতাম আরও মধুময় করতাম
বাতাসের তীব্র গতিতে দোলা দিতাম
আমি যদি তোমার হতাম,
সারাদিন শুধু তোমার ঐ হরিণির মতো নয়নে
এক নজরে তাকিয়ে বছরের পর বছর
তোমার ঐ চোখে আমায় নিজেকে খুঁজতাম