আমার জীবনের একদিকে ভালোবাসার
সঘন রোদ্দুর;
আর এক দিকে যন্ত্রণার নীল মেঘ-
আমি কারো প্রতীক্ষায় আছি।
এই বলে এই না যে তোমাতে সব হারিয়েছি,
তোমাকে ছাড়াও আমার জীবনে কবিতা পেয়েছি!
তবে সত্যিই কবিতার আগে তুমিই ছিলে;
আজও আছো এই মনের গহীনে ঘাসের নীরে!
সত্যি তো এটাই তুমি না আসিলে কবিতাও আসতো না;
তুমি না চাইলে কবিতা আমার হতে পারত না-
তোমার অনুমতি না পাইলে কবিতাও ভালো বাসতো না!
শুধু তুমি না চাইলে আমি কবিতা লিখতেও পারতাম না;
তোমাকে অনুভব করে লেখা হলো আমার এই কবিতা ;
চিরকাল আঁকবো আমার কবিতার মাঝে তোমার ছবিটা।