প্রিয় তোমাকে দেখেছি সেই অনেকদিন আগে,
হঠাৎ দেখেছি গোধুলী লগণে বইমেলার মাঠে:
ঠিক যেন গতজন্মের স্মৃতিরই মতন,
বয়ে যাওয়া হাতে হাত রেখে সময়েরই মতন!
সেই যেন হরিণির মতো ডাগর ডাগর আঁখি ;
দীর্ঘ কালো কৃষ্ণ বরণ কেশ দুচোখ ভরে দেখি!
মিষ্টিখানি মুখ তাহার অমৃত রসদ ঠোঁট,
সত্যি কি তুমি সেই আমার প্রিয় মুখ!
মনে পড়ে কি সেই কলেজ মাঠে কাটানো সময়-
কীভাবে সবুজ ঘাসের উপর অন্তবিহীন সোহাগ ঝগড়া!
হে প্রিয় মনে পড়ে কি সেই দিনের তাল-বাহানা,
সত্যিই কি আমায় তোমার একটু মনে পড়ে না!
প্রিয় তোমাকে দেখেছি সেই অনেকদিন আগে,
আগের মতো দিন ফিরে পেতে বড্ড আশা জাগে:
সত্যি বলছি-
প্রিয় তোমাকে দেখেছি সেই অনেকদিন আগে!