বুনো-ফুল? বুনো-ফুল?
তুমি কোথায়? শুনছ নাকি?
বুনো-ফুল চকিত বলে "আমি হেথায় আছি,
মাটির কোলে করছি গড়াগড়ি।
ধুর! ছ্যাতা, কেন করছো এত ডাকাডাকি?
সময় আমার নেই তো হেলায় কাটি।
বাছা বল, বলবেটা কি?"
পবন পথিক বলে,
"তম মুখে কেন এত হাসি?
রহস্য টা কোথায় বলবে কি?
তপ্ত রোদেও হাসো,
বেলা বিয়ানেও হাসতে দেখি।"
বুনো-ফুল বলে, শুনবে বুঝি?
তাইলে বলি-
"আমার নেই কোন পিছুটান,
নেই কোন লক্ষ্য দূরভেদি।
আমি বাঁচি ক্ষণে,
নেই ভাবনা কাল কি হবি।
পেলে পাই, না পেলে নাই,
স্রষ্টার দাক্ষিণ্য না ভুলি।
স্নিগ্ধতা বিলানো আমার দায়,
তাতেই সদা মশগুল, না থামি।"
...... দুপুর ৩টা (২৯/৫/২০২০), শিবপুর হাট, রাজশাহী।