কখনো যদি তোমার একটু সময় হয়,
ক্লান্তও তুমি থমকে দাঁড়াও নীলিমার টানে,
অ্যাটলান্টিকের স্নিগ্ধ পাড়ে একটু বসিও নীরবে।
এক পলকে চেয়ে থেকো ওই দূর অজানার তরে।
যদি অনুভব করো আমাকে,
আলতো করে ছুঁয়ে দিয়ো স্মৃতির সাগরে।
সুযোগ পেলে তুমি আসিও, নিত্য পাতার ভেলা ছাড়িও।
এই পাড়েতে একজন ঠায় দাঁড়িয়ে আছে,
পত্র-পল্লব কুড়িয়ে, পাতার ভুবনে।
বাতাসকে যদি কানে কানে বলো,
সে এনে দেবে দু'হাত ভরে, আমার সুবাসে।
সেই সুবাসে মিলবে কত স্মৃতি, কত মাধুর্য,
তোমার নাম লেখা সেই পাতাগুলি আজও অপেক্ষারত।
জলতরঙ্গে ভেসে আসা প্রতিটি শব্দ,
তোমার মনে পড়ে কি সেগুলো কথা ছিল?
তুমি কি শুনতে পাও, ওই দুরে রক্তিম সূর্যাস্তে
আমার গলার ক্ষীণ সুর যেন মিশে যায় বাতাসে।
তোমার চোখ যদি আকাশ ছুঁয়ে যায়,
মেঘেদের মধ্যে এক টুকরো স্বপ্ন খুঁজে নিও।
আমার বার্তা লেখা থাকে সেখানে,
তোমার জন্য রেখে যাওয়া নক্ষত্রের আলোর ছোঁয়ায়।
যদি কোনো রাতে, একাকী চাঁদের নীচে,
জোনাকি আলোয় ভরে ওঠে তোমার ঘর,
জেনে রেখো, সেই আলো আমার হৃদয়ের,
তোমার জন্য ছড়ানো এক অসীম ভালোবাসার।
কখনো যদি তোমার একটু সময় হয়,
নিঃশব্দে হাঁটবে কি দূর পথের ধারে?
আমি থাকবো ওখানেই, ছায়ার মতো,
তোমার হৃদয় ভরাতে, শুধু তোমার পাশে।
আবার যদি নতুন কোনো ভোর আসে,
সেই ভোরে দেখো, খুঁজে নিও আমাকে।
আমি থাকবো, ওই পাতার ফাঁকে,
বাতাসে, সমুদ্রে, আকাশে—তোমার প্রতীক্ষায়।
তুমি আসবে তো?
মোহাম্মদ মাসুকুজ্জামান
শাহ আলম, মালয়েশিয়া
রাত ১১টা।