নব্য "হ-জ-ব-র-ল"
চাই চাই অটো পাশ,
পড়তে আর লাগে না বেশ,
ডিগ্রি হাতে দেবেন বস,
হয়ে যাবো ডাক্তার একদম ফটাফট।
আইলো রে, আইলো আবার লোডশেডিং,
আঁধার হলেই ডাকাত ডাকাত, ক্রিং ক্রিং।
ভ্রাতা, ভগ্নি, বন্ধু প্রিয়তমা চারপাশে,
শাসনভারে আমি নুইয়ে পড়ি প্রতিক্ষণে।
রাজা তো নই, তবু এঞ্জিও ফ্লেভার,
আমার মাঝে একটু বেশিই যেন খেলে।
দাবী নিয়ে কইলেই আমি,
আমি যেন তাদের প্রতিনিধি (আনসার লীগ)।
মোদের থানা-আদালত কাজ করে না, গতি কী?
আপনারা কথা শুনেন না! তাই গোসসা করি।
গদি নড়ে গেলেই দেই গণপিটুনি,
জাতীয় সঙ্গীতে আমার ভীষণ চুলকানি।
ছাগলে চাটে বাঘের গাল,
যে যায় রাজত্বে, মানে না নিজের হাল।
ঝিয়ের পেটে মায়ের জন্ম,
আপনাদের হলের খাবার, সত্যিই বেশ ভালো!
ত্রাণের টাকা ব্যাংকে পড়ে পচে,
মসজিদে বাবুরা ঢিলাঢিলি খেলে।
তাই তো জ্ঞানীরা বলে,
যত গর্জে তত কি বর্ষে?
----------------------------------------------------------------------------
শাহ আলম, মালয়েশিয়া
রাত্রি ১০ টা ।