সেই যে নাটক, তার যে গল্প
তা রয়েছে আগের ই মতন।
দর্শকের সারি, যা ছিল অস্পষ্ট
তা দীর্ঘ হয়েছে আরও..।
দৃশ্যপটের বদলে আলো আঁধারে
তব ক্রিয়ানকের,
নব নির্দেশকের চেনা কারুকাজ
সমস্ত নাটক জুড়ে।
কুশীলবের ভূমিকায় রদবদল আপাতত!
ভুক্তভোগী আমি দর্শক, অপরিবর্তিত।
কালকের যে ছিল কথিত ভিলেন,
আজ নায়কের সাজে করে চলেছেন
ভাব আবেগের দখল।
ছায়াছবির সমীকরণ,
একটু আধটু সততা, গল্প,
চমকপ্রদ কৌতুক বাণ,
সুড়সুড়ি প্রতিনিয়ত।
সাথে আছে বক্ষ উদোম নাচ,
বাদবাকি পুরোটা একশান
ডিসুম, ডিসুম আস্ফালন।
মাঝে আমার সময় যায়,
টাকারও তস্রুপাত।
পুতুল নাচও যা,
আলিফ লাইলাও তা।
লালসালু যাহাই,
কালপুরুষও তাহাই ।
পথের পাঁচালী তে কেউ নেই।
আমি সেই নীরব দর্শক,
আমাতে তোমার পকেট ভরাই,
তোমরা কেবলি ধর্ষক।
…………………………………………………………………………
শাহ আলম, মালয়েশিয়া ।
সন্ধ্যা ৭ টা ।