কতবার ঘর ছেড়েছি নিমেষে
বেশি সুখী হবো এ অভিলাষে।
বেড়িয়েছি পথ-কূল শিখর চূড়ে,
তৃষিত চোখে, তৃষ্ণা বক্ষ জুড়ে।
প্রতিবারই চোখ গেছে ধেঁধেঁ
তৃষ্ণা বেড়ে ভ্রান্ত সুখ গেছে উবে।
এ যে সুখের অসুখ কালে কালে,
সুখ হারালেই সুখ আসে জ্ঞানে।
সুখ সেতো অনুভবে
মন, খোঁজ তা আপন আলয়ে।
হোক তা পর্ণকুটির চাহনে,
গড় তারে আপন আলোয়ে।
--------------------------------------
বেলা ১১ টা, ২৯/১১/২০১৮,
মিরপুর রোড ক্যাম্পাস, নর্দান বিশ্ববিদ্যালয়।