সত্য কহিছে মিথ্যেরে-
ডাকিয়া মমতায় ভাইরে,
“তোমরা আমায় ভাবছ যা ভাব!
আমি যা করছি, তাই করে যাব!“
তোমরা যদি দেখেও না দ্যাখো
শোনার কানকে বধির করে রাখো।
আমি কি ভাই চুপটি করে থাকব বসে?
তোষামোদের তাল লাগিয়ে ভিজবো চিড়ে রসে।
তোমরা যদি বিবেকবিনে যন্ত্রমানব হও
ভাবছ কেন আমায় নিয়ে ঠেলবে তথা নাউ।
যদি পিশাচ রূপে জলাঞ্জলি দাও
তবে, টানছ কেন আমার দুটি পাউ।
যদি ভালমন্দে হারাও তোমার খেই
জেনে রেখো অত বোকা আমি কিন্তু নই।
উতরে উঠবো সকল চড়াই
উঠবো জেগে, চড়ব ধেয়ে মানবতার চূড়ায়।
“ কাজের বেলায় কাজী, কাজ ফুরুলেই পাঁজি “
ভেবনাকো পারটি পাবে রোজই।
পড়বে ধরা আস্টেপিস্ট ঠিকিই
সময় যখন বাধবে নিয়ে রশি।
গৃহস্থ যবে ধরবে লাঠি-লগি
চট্টামি আর থাকবেনাকো ওহে ভণ্ড যোগী।
কেমনে হবে তোমার রেহাই?
ভাবছ বুঝি বিশ্বজোড়া সবাই তোমার বেহাই।
---------------------------------
জিগাতলা, ৩৩/এ, মনেশ্বর রোড, ঢাকা। রাত্রি ২ টা । ১২/১২/২০১৭