কখনো মন ছুঁয়ে যায়
হঠাৎ আসা নির্মল এক পশলা বৃষ্টির ন্যায়।
আবহাওয়া নাতিশীতোষ্ণ;
বৃষ্টি না এলে কি আসে যায়।
তবু বৃষ্টি আসে মন ছুঁয়ে দেয়।
কখনো মন ছুঁয়ে যায়......।
মন চায় নিজেরে সঁপি বৃষ্টির ধারায়,
স্নাত হই নির্মলতায়, কুসুম কোমলতায়।
হাতের নাগালে পানির স্বল্পতা; এমন নয়,
জেগে ওঠা শিহরনে তব আহরণে,
নব ধাঁরায় নিজেকে পাওয়ায়।
ক্ষুধায় নয়; কেবলই তা উম্মাদনায়।
কখনো মন ছুঁয়ে যায়......।
ভাবনাগুলি যতক্ষণে কুণ্ডলী পাকায়,
হঠাৎ ঝরা সেই বৃষ্টি হঠাৎই চলে যায়।
ক্রমেইঃ তা আত্ন-দংশনে আক্ষেপের ক্ষরণ বাড়ায়।
বারবার আপনারে টেনে তুলি যোক্তিকতার কাঠগড়ায়।
রূপালি যাতনা হয়ে রয়; মন-আঙ্গিনায়।
এভাবে ধূসর বেলা আসে; আঁধারও হয়।
ইচ্ছেগুলো তব ক্ষয়ে হয় ধূসর; কাল পরিক্রমায়।
কখনো মন ছুঁয়ে যায়......।
কখনো কখনো তা স্মৃতিতে অম্ল-মধুর হয়ে রয়।
...... মালয়েশিয়া, ২০১৬।