ওগো বাদল ঝরঝর উচ্ছল,  
উড়ন্ত পতঙ্গ চঞ্চল।  
খুঁজে আনো মম মঙ্গল,
দীপ জ্বেলে; ঘেঁটে আঁধার জঙ্গল।  

ওগো গম্ভীর কজ্জল (মেঘবৎ)
যাত্ত গিয়ে বল পাষাণ ললনে,
কোথায় আমার সে সুভ্র সকাল?
উষা জাগা ভোর ফাগুনে।

ওগো বায়ু নির্মল  
মলয় শোভন কুসুমও কোমল।    
যাত্ত গিয়ে দাও ছুয়ে,
তব তনুমনে মম প্রিয়ে।

ওগো শশী দূর গগনে
সুরভি টানে রাগিণী তালে,        
ডাকো তারে মোহনে,
আন বন-গহিনে তরু হিল্লোলে ।    

ও মোর ম্রিয়মান প্রেম--
একবার ফিরে এসো এ হ্রদয়ে,
এ বিজন পূর্ণ করো তম প্রনয়ে।
পুড়ে মম অঙ্গার দহনে,
এ জীবন বিষাদময় তুমি বিহনে।


-----------------------------------------------------------------------
মলয় =স্বর্গীয় উদ্যান, সুরভি= স্বর্গের কামধেনু, কজ্জল= কালো মেঘ
-----------------------------------------------------------------------
রাত ৯ টা, ৭/১২/২০১৮,      
৫৭/৫, আঃ রহমান লেন, জিগাতলা, ঢাকা।