তোমার চুলের খোঁপায় বিড়ির গন্ধ বুনি,
ঠোঁটে বুনি বুনিয়াদি ধোঁয়া।
তোমার রেশমি চুড়িতে শব্দ রোপণ,
ভালোবাসি পায়ের তলের পিষিত খোয়া।
তোমার মুখপানে মাদকের নেশা খুঁজি,
চোখের পর্দায় হয়ে থাকি বেহুঁশ।
তোমার অশরীরী ছায়ায় মাতলামি,
বুকের হাড়গুলো ভাঙে ঠুস ঠুস।
তোমার লাজুক ইশারায় ইয়াবার গন্ধ পাই।,
মদে উন্মত্ত ক্লান্ত পথিক আমি।
তোমার ছোঁয়াছুঁয়ি আবরণে ছোঁয়াচে রোগী,
চুলকানি খেসারতে পরিত্যক্ত রক্ত দামী।
তোমার লিপস্টিক মাখা ট্যাবলেট সেবন,
থেমে থেমে হৃৎপিণ্ড নিশ্বাস বন্ধ।
তোমার চিমটিতে দগদগে ক্ষত শিহরণ,
গ্যাস লাইটের চোখ পুড়ে অন্ধ।
তোমার ফিসফিস কথামালার সুঁইয়ে গাঁথি,
রিংটোন রাখি অসহ্য অস্বস্তিকর এলার্মে।
তোমার ধুকপুকানি অন্তমিলে চমকে উঠি,
ক্ষত শুকায় বিড়ির ছাইপাঁশ মলমে।
তোমার কানের দুলে গিটারের সুর শুনি,
শরীরের গন্ধমাখা ঘামে ভিজি রোজ।
তোমার নেশাতুর আরচোখের কারাগারে বন্দী,
কেশে কেশে যক্ষা রোগী আজ।
তোমার ফসলি জমিতে পুরোদস্তুর আবাদ,
নিঘুম রাত কাটে মধুময় ক্ষন।
তোমার ছ্যাঁকায় পুড়ে পুড়ে ছারখার
হোক বা না হউক আমার মিলন।