এই সেই কালবৈশাখী ঝড়,
লন্ডভন্ড কাঠবিড়ালির বাসা
উঠানে পরে আছে ময়না টিয়ার খাঁচা।
বাড়ির বেলগাছটা ভেঙে চুরমার,
তচনচ ঘরবাড়ি।
নানাদিকে হাহাকার কারচুপি,
সবকিছু অগোছালো এলোপাতাড়ি।
কাঁদে শিশু বৃদ্ধ কৃষক ফকির মিছকিন।
আজ পৃথিবী অবচেতন আত্মহুতি,
আঁধার ঝাপসায় হাসিখুশি অমলিন।
বিরূপ ঘটনা আহামরি জীবন,
অচল অতলে দায়ভার প্রকৃতি।