গগনতলে দেখিনা কালো মেঘ আর।
শরৎের এ-ই বুঝি বিদায়।
সোনার ধানে ভরে গেছে ক্ষেত।
মুচকি হাসে কৃষক-বধূ সবাই।
মোরগের কন্ঠে ভোরের ডাক।
ভোরের সূর্যকিরণে হাসে ধানক্ষেত।
নবান্নের জয়োৎসবে হিন্দু-মুসলমান।
পুরো পাড়ায় নতুন ধানের ভাত।
গৃহবধূ আঁকে ঘর মেঝে উঠান।
দোলনায় দোলে ছোট কর্তা মশাই।
ঢেঁকির তালে ধান ভাঙে নববধূ।
বৃদ্ধ দাদু বেহুশ হুকোর নেশায়।
মাগরিব আযানে নীড়েফেরার তাগিদ।
তুলশী তলায় নিবুনিবু প্রদীপ জ্বলে।
শালিক বন্ধুর কিচিরমিচির আওয়াজ।
উঠানে ধানের ম-ম গন্ধ দোলে।
নববধূর নাইয়র আসে ঘোমটার সন্ধায়।
আসর জমে জারি সারি পালাগানে।
রহিম রূপবানের নাটকে গায়েল উপস্থিত।
ইতিহাস ঐতিহ্য নবান্নের উৎসব আয়োজনে।