এসো ভালোবাসি দুজনে,
স্বপ্নে হাঁটি গগনে।

চলো স্বপ্ন বুনি,
হাজার হাজার গোলাপ গুনি।

এসো গান গাই,
দক্ষিণা হাওয়ায় বেড়ায়।

চলো হাঁটি প্রেম বাগানে,
যেখানে তুমি আমি দু'জনে "

এসো কবিতা লিখি,
প্রেমের শত শত কায়দা শিখি।

চলো চিরকুট পড়ি,
অজানা উদ্দেশ্যে দেয় পাড়ি।

এসো ঘর বাঁধি,
দুজনে মিলে সম্পর্ক রাধি।

চলো মিষ্টি হাসি,
দুজনে দুজনে ভালোবাসাবাসি।