আড়চোখে চেয়ে রয়েছি সেই প্রথম থেকে,
চোখাচোখি হতেই চমকে গিয়েছি।
সেই থেকেই আঁকিবুঁকি মন পাড়ার থোকে,
নিজেকে নিজেই লুকিয়ে হারিয়েছি।
অযথাই দাঁড়িয়ে থাকা রাস্তার মোড়ে,
ফিসফিস করে কথা বলতে চাওয়া।
পিছনে ফিরে তাকাতেই গিয়েছি লুটে পরে,
লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়া।
বরাভয়ে মুখোমুখি থমকে দাঁড়ানো,
ধুকপুক কলিজা শুকিয়ে চৌচির।
থতমত চেহারায় কথাগুলো হারানো,
ঘেমে ঘেমে নিমেষেই অস্হির।
হঠাৎই একদিন দৌড়ে সামনাসামনি হওয়া,
বলে ফেলা - আমি তোমাকে ভালোবাসি।
মিনমিন করে বলা "আমিও" শুনতে পাওয়া,
দেখে কে আর সেদিনের অজস্র খুশি।