প্রেমী,
কপালের চুম্বন স্হানে ফোঁটা,
চোখ দুটোই একেকটা অর্ধ গোলাপ।

তুমিহীন,
দেহপিঞ্জর চিৎকার করে,
হৃৎপিণ্ড হাউমাউ করে কাঁদে।

একাকিত্ব,
টলমল করে অশ্রুপাত ঘটে,
বিরহে শ্রবণশক্তি নিশিযাপন।

বিরহ,  
প্রমের ঠোঁটে গাঢ় লিপস্টিক,
অন্য বসন্তে সংক্রমিত।

স্বপ্ন,
বর্ষার কদমে তোমার সুঘ্রাণ,
শিউলি ফুলে সতেরো হই।