ক্যালকুলেটরে হিসাব মেলেনি টিপের দৈর্ঘ্য কতো?
ঠোঁটে কিনারা উষ্ণতার আবরণ,
ছিলো বটে হৃদয়ের অমৃত সুধা।
বহুরূপী রুপের কপালে নীল টিপ,
রংধনুর সাতরং সাজে চিবুক,
ছিলো বটে হৃদয়ের অমৃত ক্ষুধা।
জোছনায় ভাসে অপলক দৃষ্টি,
যৌবনে বিমুগ্ধ গন্ধ,
ছিলো বটে হৃদয়ের কোণে জমি খালি।
বনলতা নামে রূপ মন্দির,
কন্ঠ বাজে কৃষ্ণের বাঁশি,
ছিলো বটে হৃদয়ের কোণে গ্রন্থনাশ্রয়ী।