বাংলা মায়ের দামাল ছেলের
শান্ত-নরম প্রাণ,
হঠাৎ করে সেই প্রাণের
দৃপ্ত জাগরণ!
বাংলার প্রচলন,
বাংলা ভাষায় গান,
সব ইতিহাস একুশে বহমান ।
৫২’র এই তারিখে,
পশ্চিমাদের ফাঁদ পেরিয়ে,
ফন্দি যত ভাঙিয়া খান খান;
এঁকেছি বর্ণ, কালো পিচে, তঞ্চিত রক্তদান,
রেখেছি তবুও জীবন দিয়ে, বাংলা ভাষার মান।
সে তো একুশেরই দান ।।
৭১’র রক্তগঙ্গা সাঁতরিয়ে,
এনেছি সূর্য; শোণিত কিরণ,
হটিয়ে পাকিস্তান !
লিখেছি কাব্য,
তাজা রক্তে,
বাংলাদেশ যার নাম!
হে একুশ, সেতো তোমারই অবদান ।।।