রংধনু ! রংধনু !
সুকুমার তব তনু,
চোখ মোর হায় চড়ক
সাতরঙা মহাসড়ক !
রাজপথে চলে যেন
ইন্দ্রের অপ্সরী !!
নাকি তুমি সাত সিঁড়ি !
বসে সেথা নীল-নীল-লালপরী,
আহা ! কী মরি মরি !
আঁকে ছবি, নাকি সব-ই দেখে,
বিস্ময়ে ধরণী !!
∆মূল পান্ডুলিপি (০৭ মে, ২০০৮)