বলছি শোন্ বিশ্বমানব
                              সময়  এলেবেলে,
ক'টা দিনে তোরা দেখি
                          বেশ  হাঁপিয়ে গেলে !  

আমি তো সেই রোগাক্রান্ত
তোর দূষণে ভারাক্রান্ত
যুদ্ধ-সংঘাত-দরিদ্রতা;
                                বইছি কালে কালে,
এ ক'দিনে তোরা সবাই ক্যান হাঁপিয়ে গেলে ?

মাত্র তো ক'টা দিন; পারছো না তো ??
খাঁচায় যখন বন্য পোষো
সদলবলে দুর্বল শোষো;
ন্যায়ের পথে শিকল বাঁধো
'মুক্তধরা সমান সবার' যাস যে কেনো ভুলে ?
নিজের খাঁচায় নিজেই বন্দি;
                            নিজেই হাঁপিয়ে গেলে !!
তোরা আমার ফুসফুস পোড়াও, আমিও বায়ুকোষ,
নিজ হাতে তোর নিজ দুর্গতি,আমার কোথায় দোষ?

চলছে খেলা; নিধন মেলা, কতো প্রাণের রোস্ট
পুড়ছে অঙ্গার,গড়ছে অঙ্গন; গলছে প্যারাফ্রস্ট ।
বিন্দু পানি, ক্ষুদ্র কণা, কোটি অণুজীব,
একই স্রষ্টার সৃষ্টিসকল, তিনিই চিরঞ্জীব !
তোদের তাপেই দিব্যি গলে ঐ মেরুর হিমাচল,
তোদের পাপেই তোদের আপদ, করোনা সচল ।

প্রতিশোধের ঝঙ্কার বাজে, খড়গ হাতে নিয়ম,
বদলা নেওয়ার বাদ্য বাজে, বংশী হাতে অয়ন ।
খাঁচাবন্দি মানব-দানব,
                              শেষ খেলা তোর কই?
সময় তোর শুধরে নেবার,
                                অপেক্ষাতে রই  !