ছিঃ ছিঃ তাপমাত্রা
এবার তো থামলে..
লজ্জার ‘ল’ও নাই
এতো নিচে নামলে ?

নাই কোনো বস্ত্র
শীত-ই যেনো অস্ত্র
অস্ত্রের ছড়িতে
জন,যান সন্ত্রস্ত !!

থামা বেটা বেহায়া
নির্লজ্জ ফন্দি
বিবসনা তুই কিন্তু
মানুষ গৃহবন্দি !!