ভাগ্য
এম এ মাসুদ রানা

ভাগ্য শালা গাঙ্গ ফালা
হতুম পেঁচার দল
কর্ম তোর আয়ের চাবি
অর্থ সম্পদ বল।

মানুষ চেনা যায়রে বোকা
পকেট খালি হলে
আপন পর সবাই সমান
বিপদে তাই বলে।

অলস মানুষ ময়লা সম
বেকার অভিশাপ
কর্মফল  ভাল না হলে
কেউ পাবে না মাফ।

সুন্দর জীবন তোমার হবে
ওঠ সূর্যের আগে
সফলতা তার কর্মের ফল
ভাগ্যে কর্ম জাগে।