____ ভাগ্যের লিখন
এম এ মাসুদ রানা
কতই না সুন্দর এই বিশ্ব ভূবন
কতই সুন্দর তোমার এই মন,
আমি উজাড় করেছি জীবন
ভালোবাসা দিয়েছি সর্বক্ষণ।
তুমি সে ভুলে করেছো পিছুটান
তোমার মনে জমে না তার মান
কতই না কত মান বা অভিমান।
গ্রহণ করেছো মন প্রাণ দিয়ে
উজার করা ভালোবাসা নিয়ে।
আশা নিয়ে পাশে দাঁড়াবে যখন,
ভালোবাসা কাছে থাকবে তখন।
তুমি আবার বলবে না কি?
এটা আমার ভাগ্যের লিখন।
রচনাকালঃ ২০/০৪/২০২১