সম্প্রীতি
এম এ মাসুদ রানা
মসজিদে আজান হলে
মুসলিমরা পড়ে নামাজ
হিন্দুরা মন্দিরে বাজনায়
করে পূজার কাজ
স্ব স্ব ধর্ম লালন পালন
নয় বিবাদ গন্ডগোল
ধর্ম পালনে নেই কারো
কারো কোন দলাদল।
একই নদীর পবিত্র জলে
অজু ও পূজার কাজ,
তবে কেনো হিংসা বিদ্বেষ
হৃদয়ে বাজায় বাজ।
স্রষ্টার সৃষ্টি মানুষ সকল
জন্ম ও মৃত্যু নির্ধারণ,
ধর্ম ভিন্ন হলেও জন্মসূত্রে
জাতীয়তায় পরিজন।