শেষই শুরু
এম এ মাসুদ রানা
ধরাতে কিছুই রইবে না
সবকিছুই পড়বে ঝরে,
আজ দেখিছো প্রস্ফুটিত
পুষ্প ভোমর শাখাজুড়ে।
নিশিথের যে, ফোটে ফুল
প্রভাতে তাতো ঝরে পড়ে,
ফুল ফুটলো রবির কিরণে
নিপাত হবে সাঁঝের ডোড়ে।
পাতারা ঝরে যায় শীতের
করুন চীর চির নিয়মে
নতুন পাতার সাথে কলিরা
ফোটে কি এক আরামে।
শত কবিতার শেষে তারাও
ঝরে পড়ে ব্লাকবোর্ড হোলে
চেয়ে দ্যাখো দূর আকাশে
চাঁদটা মিটিমিটি করে জ্বলে।