সালাত
এম এ মাসুদ রানা

সালাত পড়ি, জীবন গড়ী
সালাত আদায় করি,
সালাত পড়ে সঠিক পথে
নেকীর পাহাড় গড়ী।

সালাত মোদের হৃদয় নীড়ে
এনে দিবে জান্নাতী ঘ্রান,
জাহান্নামের আগুন থেকে
মোরা পাবো পরিত্রান।

সালাতে মাঝে হয় কথা
খোদা তাআলার সাথে,
চাওয়া পাওয়ার যত কথা
বলবো খোদার কাছে।

সালাত আদায় করলে হবো
খোদর অতি আপন,
পরকালে পেয়ে যাবো মোরা
অতি সুখের ভুবন।