_____ প্রতীক্ষা _____
__ এম এ মাসুদ রানা __
এই মন চায় একটু বসি
হৃদয়ের কাছাকাছি,
থাকি তোমার পাশাপাশি
তোমায় ভালোবাসি।
এই তৃষ্ণাতুর অবুঝ মন
তোমাকে চাই অনুক্ষণ,
কখন বুঝবি-রে পাষাণী
অপেক্ষায় সর্বক্ষণ।
তুমি নাকি ব্যস্ত থাকো
তোমার নিজ কাজে,
তুমি একবার ফোন করিও
থাকো যত কাজের সাথে।
রচনাকাল ২৯/০৪/২০১৯