প্রার্থনা
এম এ মাসুদ রানা
দেখতে দেখতে পার হয়ে হলো
পুরো একটা বছর,
কথা কাজে যতই ঠিক ও বেঠিক
তাতে পরেনি আচর।
তোমার মায়াবী চাহনিতে মিশে
আছে কি যে, যাদু?
তোমার মনের কথাগুলো বুঝতে
হয়েছি আমিও সাধু।
চাওয়া পাওয়াতেও করো নাই
কখনো কোন রাগ,
কথা কথার কাকলীতে কেটেছে
বছরের অনেক রাত।
জীবনে ছিলো কিছু রাশি রাশি
সুখ ও শান্তির মিল,
পার করেছো অনেক রাশি রাশি
বেদনা হয়নি অমিল।
সুন্দর কেটেছে তোমার মধুময়
জীবনের একটি বছর,
গত দিনগুলির চেয়ে আসুক ভালো
নতুন কিছু আবার।
জীবনে থাকুক সীমাহীন সুখের
নিখাদ এক ফাগুন ,
আগামীতে আসুক সুখ আর সুখ
অবিরাম আনন্দের দিন।
উৎসর্গ মুস্তারিন জাহান লুসি
রচনাকালঃ ২৫ জানুয়ারী ২০২২ খ্রি.