অচিনপুরে বাস
এম এ মাসুদ রানা
বাঁধা দিও না কাজ হবে না
যেতে হবে বহু দূরে
থাকবো না হয় একা একা
কোন এক অচিন পুরে।
ব্যকুল মিছে ভাবনা আমার
কোন লাভ হবে না আর
তাই তো পিছনে ফিরে যেতে
কখনো চাই না আবার।
কি হবে মিছে কাঁদে আবার
যে যাবার সে চলে যাবে?
তার তরে স্বপ্ন সাজিয়ে বলো
কখনো লাভ কি গো হবে?
কেউ আবার করে মিছে মায়া
বলে নিয়তীর পরিহাস
তবু কেন কেঁদে কেঁদে হতে হয়
অচিনপুরে বসবাস।
০৬/০১/২০১৮