নতুন ভাবনায় বিভোর
রোজি রোজ
চলতে চলতে রাস্তা হারায়
মনের মাঝে ব্যথা
কেউ চায় না যে শুনতে আমার
মন সাগরের কথা।
সবাই শুধু চায় শুনাতে
তাদের দুঃখ ব্যথা
কষ্ট আমি লুকায় রাখি
মনেই থাকুক গাঁথা।
হাসি মুখে থাকি আমি
নাটকীয় জীবন
কেউ জানে না বুকের ভিতর
পুড়ে আমার মন।
সবাই ভাবে সুখে আছি
দুঃখ আমার কি সে
কেমন করে বুঝায় তাদের
কষ্টে আছি মিশে।
ধরণীতে আসছি যখন
যাবো কিছু করে
দেশের তরে জীবন দিবো
সত্যের পথে লড়ে।