নিরুপায়
এম এ মাসুদ রানা
দেখার ইচ্ছা ছিলো,
দেখতে দেয়নি
শোনার চাহিদা ছিলো
কিছু শুনি নাই।
কাঁদতে চাইলেও কেউ
পারেনি কাঁদতে,
হাসি দেখেতে না চাইলে
ওরা তবু্ও হাসত।
লজ্জায় লজ্জিত না হয়ে
থাকতো মনা ছন্দে,
ঘুরে ছিলো সুধী সমাজ
তখন রন্দে রন্দে।
কে করতে সমাজের কাজ
সবাই তো রাজা আজ
ওরা বলেছিলো তাদেরকে
এভাবে করো কাজ।
এমন করে না চললে যে
পতিপুত্র হবে রাগ
সমাজ কেমনে চলবে
কোথায় যাবে যাক।
জীবনের তরে হলেও
ছিলাম তখন চুপ
দেখেছি অনেক দানবের
কত-শত রূপ।