নিরাশা
মাসুদ রানা
তুমি অামার খড়কুটার
ছোট ঘরে এসো না,
তুমি আমার অগুছালো
বিছানায় বসো না।
আমার খড়কুটতে আছে
বিরহ আর বেদনা,
তুমি ভুলে এসেও তখন
আবার কেঁদো না।
আমি সত্যি করে বলছি
আমাকে পাবে না,
তাই আমায় আর এমন
করে খুঁজো না।
রচনাকাল ২৬/০৯/২০১৫