নিয়ম
এম এ মাসুদ রানা

পৃথিবী বদলে গেছে তাতে
নূন্যতম সময় লাগে
আমরা দুজনে একই আছি
যেমন ছিলাম আগে।
সময় চিরদিন শুধু বয়ে যায়
থেমে তো থাকে না
কত ঝড় মেঘ আসে যায়
আকাশ মনে রাখে না।