লীলা খেলা
এম এ মাসুদ রানা
নদীর ভুলে ভাঙ্গে না কখনো
কোন নদীর কূল।
গাছের কি দোষ ফোটে যদি
নানা রং-এর ফুল।
হাজার আঘাতের পরেও যদি
পাথর নাহি ভাঙ্গে।
দেখেছো কি কভু চলতে তরী
শুকনো কোনো গাঙ্গে।
সবই তো হয়, প্রকৃতিতে তাঁর
নিয়মে বাঁধা খেলা।
সূর্য ওঠে রোজ সকালে, আবার
ডুবে সাঁঝের বেলা।